চাঁদপুর

জাতীয় সমবায় দিবসে চাঁদপুরে র‌্যালি ও আলোচনাসভা

“সমবায় ভি‌ত্তিক সমাজ গ‌ড়ি, টেকসই উন্নয় নি‌শ্চিত ক‌রি” এ শ্লোগান‌কে সাম‌নে রে‌খে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উপল‌ক্ষে অা‌লোচনা সভা জেলা শিল্পকলা একা‌ডেমী মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার(২৫ নভেম্বর) সকা‌লে অানন্দ শোভযাত্রার মধ্য‌দি‌য়ে কর্মসূ‌চির শুভসূচনা হয়।

জেলা প্রশাসন ও সমবায় বিভা‌গের অা‌য়োজ‌নে অা‌লোচনা সভায় চাঁদপুর সেন্ট্রাল কো-অপা‌রে‌টিভ ব্যাংক লি‌মি‌টে‌ডের সভাপ‌তি অাবু নঈম দুলাল পাটওয়ারীর সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ( সা‌র্বিক) মোহাম্মদ শওকত ওচমান।

প্রধান অ‌তি‌থি বক্ত‌ব্যে ব‌লেন, ‘টেকসই উন্নয়ন নি‌শ্চিত কর‌তে হ‌লে সমবায় ভি‌ত্তিক সমাজ গড়‌তে হ‌বে। উৎপাদনশীলতার বিকল্প নেই প্রা‌ন্তিক জন‌গোষ্ঠীর ভাগ্য প‌রিবর্ত‌নে সমবা‌য়ের গুরুত্ব কম নয়। স‌ম্মি‌লিত প্র‌চেস্টা যে কোন দে‌শের অর্থ‌নৈ‌তিক অবস্থার প‌রিবর্তন কর‌তে পা‌রে। সক‌লে য‌দি এক‌ত্রিত হ‌য়ে কাজ ক‌রি তাহ‌লে দে‌শের বৈপ্ল‌বিক প‌রিবর্তন ঘট‌বে।’

বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন অ‌তি‌রিক্ত জেলা পুালশ সুপার মিজানুর রহমান খান। স্বাগত বক্তব্য রা‌খেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ মো‌মেন হো‌সেন ভূইয়া।

অন্যান্য অ‌তি‌থির ম‌ধ্যে বক্তব্য রা‌খেন চাঁদপুর জ‌মি বন্ধকী ব্যাংক লি‌মি‌টে‌ডের সম্পাদক অালী এরশ‌াদ মিয়াজী, চান্দ্রা শি‌ক্ষিত যুব বহুমূখী সমবায় স‌মি‌তি লি‌মি‌টে‌ডের সভাপ‌তি মোধ জ‌সিম উ‌দ্দিন শেখ, জেলা সমবায় অ‌ফি‌সের জেলা অ‌ডিটর মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবধারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমি‌তি লি‌মি‌টেডের সভাপ‌তি মোঃ জুলহাস;‌মিয়াজী, সেন্ট্রাল কো-অপা‌রো‌টিভ ফোরা‌মের সভাপ‌তি মোঃ ইকবাল অাজম।

অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন জেলা সমবায় অ‌ফি‌সের প‌রিদর্শদ অমল চন্দ্র নন্দী, মোঃ মোতা‌লেব খান ও রেজাউল ক‌রিম ডি‌হিদার।

স্টাফ করেসপন্ডেন্ট

Share