উপজেলা সংবাদ

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা পাল সংবাদ সম্মেলনে জানান, এ বছর ডিগ্রি কলেজে মডেল কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র পড়েছে। প্রতিদিনের ন্যায় এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা করে আসছে কলেজ কর্তৃপক্ষ। সকালে পরীক্ষা শেষে হঠাৎ করে কিছু পরীক্ষার্থী ভ্রান্ত অভিযোগ তুলে কলেজের আসবাবপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ মালামাল ভেঙ্গে পেলে। এতে কলেজের অনেক টাকার ক্ষতি সাধিত হয়।

তিনি আরো বলেন, এ ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুশিদুল ইসলাম, থানার ওসি শাহ আলম, মডেল কলেজের অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারীসহ নেতৃবৃন্দরা এসে পরিস্থিতি দেখেছেন।

অধ্যক্ষ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘটনার পেছনে যদি কোনো ইন্ধন থেকে থাকে তার জন্য উদ্দতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যগন এবং হাজীগঞ্জের জাতীয় ও স্থানীয় পত্রিকার কর্মরত সাংবাদিকগণ উপস্তিত ছিলেন।

হাজীগঞ্জ ডিগ্রী কলেজে পরীক্ষার্থীদের ভাংচুর (নিউজটি পড়তে ক্লিক/টাচ করুন)

About The Author

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

: আপডেট ১১:১১  পিএম, ২১ এপ্রিল  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

Share