চাঁদপুর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপণী

৩৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ শনিবার (৩০ জানুয়ারি) দপুরে চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি বক্তব্যে বলেন, সরকার দেশ কে উন্নত বিশে^ নিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োজন অপরিশিম। সরকারের উদ্দেশ্য হচ্ছে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা। এই আয়োজন সরকারের ভিশন সফল করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘বিজ্ঞান মেলায় তোমাদের মেধা ও শ্রম দিয়ে বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তাবেই আমাদের আয়োজন স্বার্থক হবে।’

চাঁদপুরের জলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান। চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ লোকমান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বি এম হান্নান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিউদ্দিন আহম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরীসহ অন্যান্যরা।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

: আপডেট ৬:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬,শনিবার

ডিএইচ

Share