‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এই শ্লোগনকে ধারনে করে সারাদেশের ন্যায় চাঁদপুরেও জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে।
মঙ্গলবার(২৩ এপ্রিল) সকালে এ উপলক্ষে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করেন।
পরে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম কাউসার হিসেমেল সভাপতিত্বে ও স্বস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, ইউনিসেফ প্রতিনিধি মো. সাইফুল।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
২৩ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur