চাঁদপুর

চাঁদপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উপলক্ষে চাঁদপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনের সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় ওয়াই ডব্লিউ সি এ স্কুলে শিশুদেরকে কৃমিনাশক বড়ি খাইয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ আশ্ররাফ আহমেদ চৌধুরী।

এছাড়া আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারেন্টেন্ট মোঃ আলমগীর হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষাকর্মকর্তা ইউসুফ মিয়া, ওয়াই ডব্লিউ সিএর সাধারণ সম্পাদিকা প্রতিভা বর্মন, ওয়াই ডব্লিউ সি বিদ্যালয়ের অধ্যক্ষ কবিতা সাহা প্রমুখ। সভা পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের ইপিআই সুপারভাইজার মোঃ হানিফ গাজী।

এই কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় শিক্ষার্থীকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। এছাড়া ৫ থেকে ১২ বছরের কম বয়সী শিশুদেরকে কৃমি ট্যাবলেট খাওয়ানো হবে। ৬ মাস পর পর শিশুদেরকে কৃমি ট্যাবলেট খাওয়ানো প্রয়োজন। এই ট্যাবলেট খাওয়ালে কোন সমস্যা হবে না।

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম
Share