জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তফসিল ঘোষণার পর চাঁদপুরে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সক্রিয় হয়ে উঠেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে থেকে ধানের শীষের স্লোগান নিয়ে সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলটি শহরের আদালত পাড়া, ছায়াবানী মোড়, নিউ ট্রাক রোড, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় জেলা বিএনপি সভাপতি বলেন, আমি যদি দল থেকে (বিএনপি) মনোনয়ন পাই, আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে চাঁদপুরকে একটি আধুনিক, বাণিজ্যিক ও উন্নয়নশীল শহরে রূপান্তর করব।
তিনি বলেন, শহরের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বেকারত্ব দূরীকরণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদানের জন্য ব্যাপক পরিকল্পনা রয়েছে। শিক্ষা খাতে ব্যাপক সংস্কার করে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সর্বোপরি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, পৌর বিএনপির আহবায়ক আক্তার হোসেন মাঝি, সেক্রেটারি অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/৮ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur