Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
জাতীয়

চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে চাঁদপুর স্টেডিয়ামে এসে শেষ হয়। চাঁদপুরে জাতীয় ক্রীড়া দিবসের ৱ্যালী উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মহসীন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৈয়দ শামীম আক্তার ফারুকী, মোঃ সালাহউদ্দিন খান, অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম এপিপি।

বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে অংশগ্রহণ করেন চাঁদপুর সোনালী ফুটবল একাডেমীর কোচ আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী, স্বপন চৌধুরী, ভলিবল একাডেমির সাধারণ সম্পাদক আমিন মোল্লা, কারাতে ক্লাবের পরিচালক মাহমুদ জসিম উদ্দিন, ক্লেমন ক্লাবের কোচ রাজন চৌধুরী, মার্জুক মুইথ ঐশ্বর্য্য প্রমুখ।

র‌্যালিতে জেলা প্রশাসন, ক্রীড়া অফিস ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ সহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট, ৬ এপ্রিল ২০২৫