চাঁদপুরে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০ জেলেকে মাছ ধরা অবস্থায় আটক করা হয়েছে।
২৪ মার্চ বুধবার দুপুরে চাঁদপুরের কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুল আনোয়ার নাহিদ ও আসাদুজ্জামান এর নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাছ ধরা অবস্থায় দশজন জেলেকে আটক ও ৭টি নৌকা জব্দ করা হয়েছে।
আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান, ২জনকে অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
এছাড়া ও মনা মল্লিক ও সালমান শেখ এ ২জন জেলেকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন।
কোস্টগার্ডের গত তিন দিনের বিশেষ অভিযানে মধ্যে শেষ দিনে মেঘনা নদীতে সফল অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে। এ সময় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নুরুল আনোয়ার নাহিদ জানান, মার্চ এপ্রিল মাস জাটকা নিধন বন্ধে কোস্টগার্ড নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
নদীতে জেলেরা যাতে কোন অবস্থায় নামতে না পারে সেজন্য দিনরাত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া বছরে নয় মাসই জাটকা নিধন বন্ধে কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে।
যারাই আইন অমান্য করে জাটকা নিধন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ্জল হোসেন জানান, বিশেষ অভিযান চলাকালীন সময়ে মাছ ধরা অবস্থায় দশজন জেলেকে আটক করা হয়েছে তাদের মধ্যে ৬ জনকে অর্থদন্ড ও দুজনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রতিবেদকঃকবির হোসেন মিজি,২৪ মার্চ ২০২১