চাঁদপুরে জাটকা রক্ষায় মেঘনায নদীতে অভিযানে পরিচালনা করে ৭ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ।
১৩ মার্চ রবিবার ভোরে শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেনঃ শাহজালাল বেপারী, শুক্কুর বেপারী, সুজন বেপারী, শাকিল খা, আসিফ মোল্লা, মোহন বেপারী, সাহিদ।
চাঁদপুর নৌ থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান এর নেতৃত্বে নৌ-পুলিশ নদীতে অভিযান পরিচালনা করে ৭ জেলেকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, জাটকা রক্ষায় নৌ থানা পুলিশ তৎপর রয়েছে। যেসকল জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৩ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur