Home / চাঁদপুর / চাঁদপুরে জাটকা পরিবহনের দায়ে ৮ জনকে দণ্ড
চাঁদপুরে জাটকা পরিবহনের দায়ে ৮ জনকে দণ্ড

চাঁদপুরে জাটকা পরিবহনের দায়ে ৮ জনকে দণ্ড

চাঁদপুরে জাটকা বহনের দায়ে ৮ জনকে দ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ এপ্রিল) সকাল ১১টায় আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে চার জন জাটকা ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং চার সিএনজি চালককে ১৬ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।

এক বছর করে সাজাপ্রাপ্তরা হলেন, শহরের বড়স্টেশন এলাকার ওয়াহিদ আলীর ছেলে আলী আহাম্মদ, সায়েদ আলী বেপারীর ছেলে বিল্লাল বেপারী, মৃত দেলোয়ার হোসেন বেদার ছেলে সজীব হোসেন পেদা ও রেলওয়ে কলোনীর আ. মান্নান বেপারীর ছেলে মানিক বেপারী।

অর্থদ-প্রাপ্তরা হলেন: পদ্মা বাসের ডাইভার ফরিদগঞ্জ উপজেলার মৃত রজমান খানের ছেলে ইয়াছিন খান ও হেলপাড় কচুয়া উপজেলার লনি মজুমদারের ছেলে লিটন মজুমদারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা। এবং সিএনজির ড্রাইভার সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার মতৃ জামাল শেখের ছেলে সোহাগ ও কুমিল্লা জেলার আ. জব্বারের ছেলে সুমনকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

এর আগে সকালে ১০ মণ জাটকাসহ ৮ জনকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

১০ এপ্রিল সোমবার সকাল ৮টায় শহরের বাবুরহাট এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ বাছির আলম ও এএসআই মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিক্সা থেকে তাদেরকে আটক করে।

জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৪: ২০ পিএম, ১০ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply