চাঁদপুর

চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধে ১৭৫ অভিযান-৩৫ মোবাইল কোর্ট পরিচালনা

চাঁদপুর জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, চাঁদপুর সদর মৎস্য বিভাগ, হাইমচর মৎস্য বিভাগ, মতলব উত্তর ও দক্ষিণ মৎস্য বিভাগের যৌথ বা উপজেলার নৌ-সীমানায় পৃথকভাবে গত ১ -১৮ মার্চ পর্যন্ত ১৭৫টি অভিযান ও ৩৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য দপ্তরের মনিটরিংসেল থেকে ১৮ মার্চ বিকেল ৪ টার দিকে এক তথ্যে জানানো হয়েছে এবং জাটকা কর্মসূচির আওতায় এ অবিযান পরিচালিত হচ্ছে।

এতে ৬.৭১৯ মে.টন জাটকা, ৩৭ লাখ ৪৬ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। যার বর্তমান মূল্য ৭ কোটি ৪৯ লাখ টাকা। জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও ২ লাখ ৫৪ হাজার জরিমানা আদায় করা হয়েছে। ৪৮ টি মামলা করা হয়েছে ও ৮৮ জনকে জেলে প্রেরণ করা হয়েছে ।

আবদুল গনি, ১৯ মার্চ ২০২১

Share