Home / চাঁদপুর / চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধে ৪৩ মোবাইল কোর্ট পরিচালনা
meghna-obijan
ফাইল ছবি

চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধে ৪৩ মোবাইল কোর্ট পরিচালনা

চাঁদপুরের ষাটনল থেকে দক্ষিণে চরভৈরবী পর্যন্ত ১ শ’কি.মি.এলাকায় ১ মার্চ হতে ১৪ মার্চ পর্যন্ত এ ১৪ দিনে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমে ৪৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন,পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার (এডিএম)সহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ অভিযানে অংশ নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) চাঁদপুর মৎস্য অধিদপ্তরের পাঠানো এক বার্তায় চাঁদপুর টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

পাঠানো তথ্যে মতে, অভিযান পরিচালনা করা হয়েছে ৬৩ টি। আটককৃত জাটকার পরিমাণ প্রায় ১ হাজার কেজি , আটককৃত জাল ৫ লাখ ১৭ হাজার ৪ শ’ মিটার ও জব্দকৃত ইঞ্জিন চালিত নৌকা ১২টি, দায়েরকৃত মামলা সংখ্যা ৩০ টি ও আসামী আটককারীর সংখ্যা ৩০ জন ।

এছাড়াও ১৭ জন চাঁদপুরে সদরে ও হাইমচরে ২ জন জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ১১ জনকে জরিমানা করে ৩৯ হাজার টাকা আদায় করা হয়েছে।

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ২:২০ পিএম, অক্টোবর ২০১৭
ডিএইচ