চাঁদপুর

চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধে ২টি অভিযান পরিচালনা

চাঁদপুর জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড , চাঁদপুর সদর মৎস্য বিভাগ,হাইমচর মৎস্য বিভাগ,মতলব উত্তর ও দক্ষিণ মৎস্য বিভাগের যৌথ বা পৃথক পৃথকভাবে গত ২৪ ঘন্টায় ২ টি অভিযান পরিচালনা করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য দপ্তরের মনিটরিং সেল থেকে ৬ মার্চ বেলা ৪ টা পর্যন্ত তথ্যে জানানো হয়েছে।

১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা ৫ টি ,অভিযান ৫৯টি ,১৬৮ কেজি জাটকা,১৯ লাখ ১২ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। যার বর্তমান মূল্য ২ কোটি ৪ লাখ টাকা। জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এছাড়াও মামলা দায়ের ৫ টি ও ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ৬টি নৌকা জব্দ করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদুল বারী বলেন ,‘দেশের ইলিশ উৎপাদন বাড়াতে ও সরকারের জাটকা নিধন প্রতিরোধ ২০২১ বাস্তবায়নে আগামি ৩০ এপ্রিল পর্যন্ত জেলা প্রশাসন ,মৎস্য বিভাগ নৌ-পুলিশ , কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ’

আবদুল গনি , ৬ মার্চ ২০২১

Share