Home / চাঁদপুর / চাঁদপুরে জাটকা নিধনের দায়ে ৯ জেলের কারাদণ্ড
Kara jail
প্রতীকি ছবি

চাঁদপুরে জাটকা নিধনের দায়ে ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়।

আজ রবিবার সকালে সদর উপজেলার আনন্দবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুপুরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে আটক ৯ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা হিরামনি।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রাজিব দেওয়ান, বাদল দেওয়ান, ফারুক মিঝি, রিয়াদ হোসেন, হোসেন, ছাদেক হোসেন, করিম হোসেন ও মো. শাকিল।

চাঁদপুর নৌ-থানার ওসি আবুল হাশিম জানান, মেঘনা নদীর আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা নিধনের দায়ে হাতেনাতে আটক করা হয় ৯ জেলেকে।

একই সময় জেলেদের কাছ থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল দুইটি নৌকা জব্দ করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ইলিশ বিচরণের পাঁচটি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ০০ পি.এম ১৮মার্চ,২০১৮রোববার
কে.এইচ.