Home / চাঁদপুর / চাঁদপুরে জাটকা নিধনের দায়ে ২৮ জেলের জরিমানা
চাঁদপুরে জাটকা নিধনের দায়ে ২৮ জেলের জরিমানা

চাঁদপুরে জাটকা নিধনের দায়ে ২৮ জেলের জরিমানা

জাটকা নিধনের দায়ে চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ সোমবার রাত ৯ টা থেকে ভোর রাত ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে প্রায় ২ মণ জাটকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটকৃতদের ২৮ জনকে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে ১ লাখ টাকা জরিমানা করা হয়। শিশু হওয়ায় ২ জনকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয় ও জাটকা চাঁদপুর সরকারি শিশু পরিবারে দেওয়া হয়।

মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

|| আপডেট: ১১:১৬ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর