চাঁদপুর

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ২ জেলের কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে খোরশেদ আলম (২০) ও শাহজালাল (২৭) নামে দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৮ মার্চ) সকাল ৭টায় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাশ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত খোরশেদ শরীয়তপুর জেলার সখিপুর থানার বকাউল কান্দির কাজল খানের ছেলে এবং শাহজালাল একই উপজেলার উত্তর তারাবুনিয়ার মোহাম্মদ হোসেনের ছেলে।

চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আলম প্রধান বলেন, ‘রাতে সদর উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীর রাজরাজেশ্ব থেকে শুরু করে হরিণা এলাকা পর্যন্ত অভিযান চালায়। পরে ভোরে বালুচর এলাকা থেকে জাটকা নিধন অবস্থায় তাদের হাতেনাতে আটক এবং এ অপরাধে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ১ শ’ কিলোমিটার এলাকা জাটকা সংরক্ষণের জন্য অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় নদীতে যে কোনো মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ রয়েছে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ পি.এম ৮ মার্চ,২০১৮ বৃহস্পতিবার
কে এইচ

Share