জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। এ সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ৫৪ জন জেলেকে আটক করা হয়। নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, একই সঙ্গে ২৪ লাখ মিটার জাল এবং ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
৮ মার্চ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পদ্মা ও মেঘনার অভয়াশ্রমের বিভিন্ন স্থানে নৌ পুলিশের এ অভিযান চলে।
নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে এই দুই নদীর বিভিন্ন এলাকায় চষে বেড়ায় নৌ পুলিশ। এ সময় সরকারের বিধি-নিষেধ উপেক্ষা করে জাটকা নিধন করতে দেখা যায় জেলেদের। পরে তাদের ধাওয়া করে জাল ও মাছ ধরার নৌকাসহ আটক করা হয়।
তিনি আরো জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত জাটকা বিচরণ করে দেশের এমন ছয়টি অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল এই দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় জাটকা মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়।
স্টাফ করেসপন্ডেট, ৯ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur