চাঁদপুর

চাঁদপুরে জাটকাযুক্ত জালসহ ৩ জেলে আটক

সোমবার (৪ এপ্রিল) বিকেল থেকে রাতব্যাপী অভিযানে চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে কারেন্টজালে আটকা অবস্থায় জাটকা, নৌকাসহ ৩ জেলে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টেশন কমান্ডার সাঃ লেফ্টেন্যান্ট হাসানুর রহমান, (এসডি), (কম), বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য এস এম খালেদ, এলএস এর একটি অপারেশন দল মেঘনা নদীতে টহলরত অবস্থায় অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় লগিমার চর এলাকা থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল আটক করে। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।

এর সাথে ১ টি বোট, আনুমানিক মূল্য টাকা ৮০ হাজার টাকা এবং ০৩ জন জেলে মোঃ নুরুল হক (২৩), মোঃ শহিদ আলী (৬০) এবং মোঃ মঙ্গল প্রধানিয়া (৩০) আটক করা হয়।

আটককৃত ০১ টি বোট এবং ০৩ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার সাঃ লেফটেন্যান্ট হাসানুর রহমান, (এসডি), (কম), বিএন বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ১:০৬ পিএম, ৫ মার্চ ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share