চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জমে উঠেছে বইমেলা। পাঁচ দিনব্যাপি বইমেলার তৃতীয় দিনে প্রচুর দর্শক সমাগম দেখা গেছে। প্রতিদিন বিকেল থেকেই বিভিন্ন বয়সী মানুষ বইমেলায় আসতে শুরু করে। বই মেলায় প্রায় ৫ টির ও বেশি স্টল অংশগ্রহণকার করেছে।
মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা বেশি। দর্শনার্থীরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন এবং কিনেছেন পছন্দের বই। মেলা মঞ্চে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও বিভিন্ন প্রতিযোগিতা। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুরের স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
চাঁদপুরের বই মেলায় লেখক রফিকুজ্জামান রনি ও আশিক বিন রহিম বলেন,‘চাঁদপুর থেকে প্রকাশিত বিভিন্ন লিটলম্যাগ ও বইগুলো এ স্টলে স্থান পেয়েছে। এখানে এসে বিভিন্ন বয়সী লেখকরা আড্ডা দিচ্ছেন ও সাহিত্য বিষয়ক আলোচনা করছেন।’
চাঁদপুর সরকারি কলেজ সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমা, রশ্নী নাগ ও কেএম মোরশেদ বলেন, ‘চাঁদপুরে বই মেলায় আগের থেকে অনেক আপডেট হয়েছে। যদি এখানে দেশের বিভিন্ন বড় বড় লেখকদের বই পাওয়া যেতো, তাহলে আমরা উপকৃত হতাম। আমরা চাঁদপুরে ঢাকা বই মেলার মত এখানে ওই রকম আয়োজন করা হোক।’
প্রতিবেদক:শরীফুল ইসলাম
২০ ফেব্রুয়ারি,২০১৯