চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও কোস্টগার্ডের একাধিক অভিযানে জব্দকৃত ৭টন পলিথিন নিলামে বিক্রি করা হয়েছে।
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এসব পলিথিন কেটে ব্যবহারের অনুপযোগী করে বস্তাজাত করে চট্টগ্রামের একটি প্লাস্টিক কারখানার কাছে বিক্রি করা হয়।
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় পলিথিন উৎপাদন, বেচাকেনা ও ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। গত ২০১৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত চাঁদপুর জেলা কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তর মেঘনা নদীতে বেশ কয়েকটি অভিযান চালায়। এসব অভিযানে যাত্রীবাহী বিভিন্ন লঞ্চ থেকে প্রায় সাত টন পলিথিন জব্দ করে। জব্দকৃত পলিথিন এতোদিন জেলা পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়।
তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী জব্দকৃত এসব পলিথিন নিলামে বিক্রি করার কথা। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের মাছুম প্লাস্টিক কোম্পানি নামের একটি প্লাষ্টিক কম্পানির কাছে পাঁচ লাখ ৯৫ হাজার টাকায় এসব পলিথিন বিক্রি করা হয়েছে।
প্লাস্টিক কম্পানি সূত্র জানা যায়, নিলামে ক্রয়কৃত এসব পলিথিন কারখানায় নিয়ে গলিয়ে ব্যবহারযোগ্য তৈজসপত্র তৈরি করা হবে।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৭:৫২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur