Home / চাঁদপুর / চাঁদপুরে জন্মাষ্টমী পূজায় কঠোর নিরাপত্তা দেওয়া হবে
চাঁদপুরে জন্মাষ্টমী পূজায় কঠোর নিরাপত্তা দেওয়া হবে
জন্মাষ্টমী পূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। ছবি : আনোয়ারুল হক

চাঁদপুরে জন্মাষ্টমী পূজায় কঠোর নিরাপত্তা দেওয়া হবে

আনোয়ারুল হক | আপডেট: ০৭:৫৫ অপরাহ্ণ, ২৬ আগস্ট ২০১৫, বুধবার

জন্মাষ্টমী পূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি বলেন, জন্মাষ্টমী পূজা আগামী ৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় উদযাপন হতে যাচ্ছে। পূজায় কঠোর নিরাপত্তা প্রদান করা হবে। পূজায় ইভটিজিং, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ থেকে বিরত থাকে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন এএসপি হেডকোয়ার্টার শাকিল আহমেদ, ওসি এএইচএম এনায়ত উদ্দিন পিপিএম।

আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রনজিত কুমার ভৌমিক, সাবেক সভাপতি জীবন কানাই চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জেলা হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয়ভূষণ মজুমদার, বিমল চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ও পূজা কমিটির নেতৃবৃন্দ।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫