চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের লালপুরে শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় ছেলে ও বউয়ের হাতে বাবা খুনের অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তি ওই গ্রামের প্রধানীয়া বাড়ির ৬ ছেলে ও ৪ মেয়ের জনক নূর মোহাম্মদ (৭৫)।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বড় ছেলের বউ মরিয়ম বেগম চাঁদপুর টাইমসকে জানায়, তার সব ছেলে পেশায় ইলিশ জেলে, দু’মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় তাদের পরিবারে অভাব-অনটনে অনেকটা অশান্তি বিরাজ করছে। এর মধ্যে নিহতের চাষকৃত বস্তাভর্তি বাদামের কিছু অংশ ঘর থেকে চুরি হয়ে যায়। এ নিয়ে তিনি ২য় ছেলে আলমগীর ও তার বউ সালেহা বেগমকে দোষারপ করে গালাগাল দেন। এতে তারা ক্ষীপ্ত হয়ে দু’জন বাইরে এসে নূর মোহাম্মদকে মারধর করেন। একপর্যায়ে সালেহা বেগম তা হাতে থাকা কাঠের টুকরা দিয়ে শ্বশুর নূর মোহম্মদের পেটের বাম অংশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আহত অবস্থায় বড় ছেলে ও তার বউ মিলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক জানায়, ‘আহত অবস্থায় নিয়ে আসার পথেই তিনি মারা যান।’
সন্ধ্যায় হাসপাতাল থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ এবং জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে ও তার বউকে নিয়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মহিউদ্দিন চাদপুর টাইমসকে জানায়, ‘সুরতহাল রিপোর্টে আমরা নূর মোহাম্মদের হাতে, পেটে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন পেয়ছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ৯: ০০ পিএম, ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur