চাঁদপুর

চাঁদপুরে ছিনতাইকারীদের ভয়ে বন্ধ হওয়ার পথে নারীদের মনিংওয়ার্ক

আশিক বিন রহিম :

চাঁদপুর শহরে ঈদুল ফিতরকে সামনে রেখে মোটর সাইকেলযোগে ছিনতাইকারী চক্রের সদস্যরা বেপরোয়াভাবে সক্রিয় হয়ে উঠেছে। বেশ ক’দিন ধরে ভোরবেলা শহরের বিভিন্ন এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েই চলছে। ফলে ছিনতাইকারীদের ভয়ে মনিংওয়ার্ক করতে পারছে না চাঁদপুর শহরের নারীরা।

মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের সর্বশেষ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। ওই দিন সকাল সাড়ে ৬টায় চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের গনি স্কুল সংলগ্ন মসজিদের সামনে একটি সাদা রঙের মোটর সাইকেলযোগে দু’যুবক অবস্থান নেয়। এসময় নিশি বিল্ডিং এলাকার হিন্দু সম্প্রদায়ের এক মহিলা হাঁটতে বেরুলে ওই যুবকরা তার গলায় ছুরি ধরে একটি স্বর্ণের চেইন ও কানের দুলসহ দেড় ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।

এর আগে গত মঙ্গলবার একই সময়ে শহরের পালপাড়া এলাকায় মোটর সাইকেল আরোহী ২ যুবক এক নারীর গলা থেকে ছুরি ধরে স্বর্ণের চেইন নিয়ে যায়।

এদিকে কয়েক মাস পূর্বে এই চক্রটিই সক্রিয় হয়ে প্রতিনিয়তই ভোররাতের সময় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।

এদের ধরতে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালালে চক্রটি চাঁদপুর শহরে থেকে অন্যত্র সটকে পড়ে।

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসায় ওই ছিনতাইকারী চক্রটি আবারো সক্রিয় হয়ে উঠেছে।

এরা মোটর সাইকেলযোগে পথচারী নারীদের শরীর থেকে স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে পালিয়ে যেতো। এখনো তারা সক্রিয় হয়ে পূর্বের মতো ঘটনা ঘটিয়ে চলছে। তবে এখন তারা গাড়ি পরিবর্তন করে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এধরনের ছিনতাইয়ে ঘটনা ঘটার কারণে চাঁদপুর শহরের মহিলারা ভোরবেলা মনিংওয়ার্কে বেরুতে ভয় পাচ্ছে।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৯:৫৬ অপরাহ্ন, ১৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ০৩ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share