বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সম্মেলন বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১০ টায় জেলা সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা সভাপতি কমরেড মনীষা চক্রবর্তী।
উদ্বোধন শেষে সারা শহর শোভাযাত্রা প্রদক্ষিণ করে জেলা সাহিত্য একাডেমিতে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক অনিক রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সভাপতি ও জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রিয় ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক কফিলউদ্দিন শান্ত, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সজীব অধিকারী স্বাগত।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর। আলোচনা শেষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরিচালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক প্রণব ঘোষ।
প্রেস বিজ্ঞপ্তি , ২১ নভেম্বর ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur