বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে চাঁদপুরে মিলাদ ও দোয়া এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দুটি হুইল চেয়ার বিতরণ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদপুর জেলা শাখা। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে মতবিনিময় শেষে দুইটি হুইল চেয়ার তুলে দেয় জামায়াতের নেতৃবৃন্দ।
এছাড়া গত ১৪ আগস্ট বুধবার বাদ আসর শহরের মিশন রোড শাহী জামে মসজিদে জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন সংগঠনটি।
একই সাথে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার ও সিভিল সার্জনের সাথে মতবিনিময় করেন তারা।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, জেলা জামায়াতের সাধারন সম্পাদক অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়াসহ জেলা জামায়াত ও শহর জামায়াতের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৫ আগস্ট ২০২৪