চাঁদপুর

চাঁদপুরে ছাত্রলীগ নেতার ব্যানার পুড়িয়ে দেয়ার অভিযোগ

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলনের ব্যানার পুড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কুমিল্লা রোডস্থ গণি মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে এমপি সফিউল্যাহ গলিতে।

খবর পাওয়ার সাথে সাথে বিকেলে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলনসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে যান।

এলাকাবাসী জানায়, ‘ এ গলিটি একজন বিশিষ্ট জনের নামে নামকরণ করা হয়েছে। তিনি হলেন এমপি সফিউল্যাহ। এ গলিটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। কখনো এ রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নি। এটি খুবই দুঃখজনক ।

জোহরের নামাজ পড়তে যাওয়ার সময় ব্যানারটি বিদ্যুতের পিলারের সাথে সাঁটানো দেখে গিয়েছিলাম। নামাজ শেষ করে আসার সময় ব্যানারে আগুন জ¦লতে দেখেছি। কে বা কারা আগুন দিয়েছে তা’দেখিনি।

জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন জানায়, ‘ শহরের বিভিন্ন স্থানে আমার সমর্থকরা ব্যানার লাগিয়েছিলো। তারই ধারাবাহিকতায় পৌর সভার ৮নং ওয়ার্ডস্থ এমপি সফিউল্যাহ গলিতেও ব্যানার লাগানো হয়।

ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়,সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ আমার ছবি ছিলো। সে ব্যানারটি মঙ্গলবার দুপুরে কে বা কারা পুড়িয়ে দিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি এর তীব্র নিন্দা জানাই।’

এ ঘটনায় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায় ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ১০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share