Home / চাঁদপুর / পারভেজ হত্যার প্রতিবাদে চাঁদপুরে ছাত্রদলের মানববন্ধন
পারভেজ

পারভেজ হত্যার প্রতিবাদে চাঁদপুরে ছাত্রদলের মানববন্ধন

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই আগস্ট আন্দোলনে অকুতোবয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল। গতকাল সোমবার বেলা ১২টায় চাঁদপুর সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল গাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আল আমিন মুন্সির পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, সাধারন সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলেন সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ জেলা, পৌর, সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার, ২১ এপ্রিল ২০২৫