চাঁদপুর

চাঁদপুরে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ : ৩০ প্রতিষ্ঠান ভাংচুর

চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ছাত্রদলের দু’ পক্ষের সংঘর্ষে প্রায় ৩০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির পাশের স্থাপনা ভাংচুর করে অস্ত্রধারী যুবকরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, হঠাৎ করে রহমতপুর আবাসিক এলাকার ছাত্রদলের ও গাজী সড়ক এলাকার ছাত্রদল কর্মী নুরুর নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন অস্ত্রধারী যুবক দুই দিক থেকে ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ায় তারা মাস্তান বাড়ি এলাকার খলিল গাজীর মার্কেটের সুরুজের মোবাইল সার্ভিসিং দোকান, গোল্ড স্টার টেইলার্স, রহমতপুর আবাসিক এলাকার ইসমাইল স্টোর, মোল্লা বাড়ির সামনের কয়েকটিসহ প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির পাশের স্থাপনা ভাংচুর করে।

উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন পথচারী আহত বলেও তারা জানায়।

পরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা উভয় পক্ষ কে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের নামের তালিকা সংগ্রহ করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ৭:৪৪ পিএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ

Share