চাঁদপুরে ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী অভিযান

চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানে নেমেছে ছাত্রদল নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ এইচ ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বারেক ভুইয়া,ইকবাল ভাঙ্গালী,সবুজ ভূঁইয়া, মোহাম্মদ মনু খলিফাসহ ১১ নং ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিদিন পরিচালিত হচ্ছে এ অভিযান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ডের বিভিন্ন গলি ও পাড়া-মহল্লায় নিয়মিত টহল, উঠান বৈঠক ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন তাঁরা।

নেতৃদ্বয় জানান, “আমাদের এলাকা থেকে মাদক চিরতরে নির্মূল করাই মূল লক্ষ্য। এই কাজে কোনো আপস নয়—তরুণ সমাজকে বাঁচাতে হলে মাদক রুখতেই হবে।”

এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে প্রতিদিনের এ অভিযান আরও বেগবান হচ্ছে। তাঁরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৬ জুন ২০২৫