চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর আয়োজনে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো। ইউসুফ গাজী।
সমিতি মানেই সংঘবদ্ধ থাকা। সমিতির একজন সদস্য আরেকজন সদস্যের বিপদে-আপদে পাশে থাকবে। আপনারা যারা এই সমিতির সদস্য, তারা প্রত্যেকে একে অপরের সুখে-দুখে, বিপদে-আপদে পাশে থাকবেন। ব্যবসার পাশাপাশি সমিতির উন্নতি- অগ্রগতির জন্য কাজ করবেন। চাঁদপুর চৌধুরী চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির যে সম্মান এবং ঐতিহ্য রয়েছে তা ধরে রাখবেন।
১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির লস্করের সভাপ্রতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুন হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অ্যাড. শাহ মো. আ. কুদ্দুস।
সভায় আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অ্যাড. হাবীবুর রহমান লিটু, চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, সমিতির আলমগীর হোসেন, রহিম বেপারী সদস্য ইউনূছ খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর খান, প্রচার ও দপ্তর সম্পাদক মো. নাছির হোসেন, সদস্য সাইফুল ইসলাম রতন প্রমুখ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur