Home / চাঁদপুর / চাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক
চোরাই

চাঁদপুরে চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে চোরাই ৬টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদপুরসহ আশপাশের জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে গ্যারেজে এনে বিক্রি করছিল।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের Suzuki Gixxer মোটরসাইকেলসহ দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন রাফসান ইসলাম নিলয় এবং মো. ইয়ামিন। তারা দুজনেই ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা ভারত থেকে অবৈধ পথে মোটরসাইকেল এনে বিক্রি করত। তারা আরও জানায়, কিছুদিন আগে একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন Apache 4V মোটরসাইকেল চুরি করে বিক্রি করেছে চাঁদপুর শহরের ‘সালাম মোটরস’-এ।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে সালাম মোটরস-এর মালিক আব্দুস সালামকে আটক করা হয়। তার গ্যারেজ থেকে আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো— একটি Suzuki Gixxer, একটি Apache 4V, একটি নীল রঙের Yamaha Fazer (রেজিঃ ঢাকা মেট্রো-ল-১৪-৪০২৮), একটি রেজিস্ট্রেশনবিহীন Bajaj Platina, একটি কালো রঙের Apache RTR (রেজিঃ ঢাকা মেট্রো-ল-১৪-৮৯৯৬) এবং একটি লাল রঙের Honda CDI (রেজিঃ ঢাকা মেট্রো-A06-1519)।

মোটরসাইকেলগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটককৃতরা। তারা স্বীকার করেছে, এসব মোটরসাইকেল চুরি করে এনে সালাম মোটরস-এ বিক্রি করা হতো। চক্রটি মূলত লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে শহরের গ্যারেজে মজুত রাখত।

আটক রাফসান ইসলাম নিলয়ের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় একটি চুরি মামলাও (মামলা নং-৯/২০২৫, তারিখ-৬ ফেব্রুয়ারি) চলমান রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ৩১ জুলাই ২০২৫