স্বাস্থ্য

চাঁদপুরে চিকিৎসক-সংকটে ধুঁকছে স্বাস্থ্যসেবা

চাঁদপুরের ৮ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকটে ধুঁকছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে বিভিন্ন পদ খালি থাকায় চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে বাড়তি রোগীর চাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের। তবে দ্রুত খালি পদগুলোতে ডাক্তার নিয়োজিত হবেন বলে চাঁদপুর সিভিল সার্জন সূত্র জানায়।

চাঁদপুরের ৮ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ১৯৪ জন। কিন্তু এতে নিয়োজিত রয়েছেন ১০৮ জন। চিকিৎসক সংকট রয়েছে মোট ৮৬জন।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের মধ্যে নিয়োজিত রয়েছে ৯ জন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন চিকিৎসকের মধ্যে নিয়োজিত রয়েছে ১৭টি জন। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন চিকিৎসকের মধ্যে নিয়োজিত রয়েছে ১৫ টি জন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন চিকিৎসকের মধ্যে নিয়োজিত রয়েছে ২৪ জন। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন চিকিৎসকের মধ্যে নিয়োজিত রয়েছে ৭ জন। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন চিকিৎসকের মধ্যে নিয়োজিত রয়েছে ১৬ জন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের মধ্যে নিয়োজিত রয়েছে ১৪ জন। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের মধ্যে নিয়োজিত রয়েছে ৬ জন।

এ বিষয়ে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা.গোলাম কাউসার হিমেল জানান, চাঁদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট সহসাই দূর হবে। নতুন বিসিএস প্রক্ষিণার্থীরা খালি পদগুলো নিয়োগ হবে। চাঁদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োজিত হলে সমস্যা দূর হয়ে যাবে।

শরীফুল ইসলাম,২৯ নভেম্বর ২০১৯

Share