Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে চিকিৎসকসহ ৪ জনের করোনা শনাক্ত : আক্রান্ত বেড়ে ৬৪
করোনাভাইরাস শনাক্তকরণে
ফাইল ছবি

চাঁদপুরে চিকিৎসকসহ ৪ জনের করোনা শনাক্ত : আক্রান্ত বেড়ে ৬৪

চাঁদপুরে আরো ৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিভিল সার্জন অফিসের মাধ্যমে নমুনা প্রেরণকৃতদের মধ্য থেকে কচুয়ার একজনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।

এছাড়া মতলব দক্ষিণের আইসিডিডিআরিবি হাসপাতালের একজন ডাক্তার, ডাক্তারের আড়াই বছর বয়সী সন্তান ও হাসপাতালের একজনের স্টাফের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। তারা আইসিডিডিআরবি ঢাকা কেন্দ্রে নমুনা পাঠিয়েছিলেন। সেখানে নমুনা পরীক্ষায় রিপোর্ট আসে করোনা পজেটিভ। তবে তারা মতলবে কর্মরত ও সেখানে চিকিৎসাধীন থাকায় তাদের তথ্য চাঁদপুর জেলার সাথে অন্তর্ভুক্ত হয়েছে।

এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪জন। এর মধ্যে মৃত ৪ জন, সুস্থ হয়েছেন ১৪জন। বাকীরা চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস এসব তথ্য জানিয়েছে। সূত্র জানায়,

সিভিল সার্জন ডা.সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে আরো ২৪জনের নমুুনা প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য। বুধবার সকালে এসব নমুনা পাঠানো হয়। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৯৪৩। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৮৫১টির। রিপোর্ট অপেক্ষমান ৯২টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১১জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৫১৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৪ জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৭, ফরিদগঞ্জে ৭, হাজীগঞ্জে ৪, মতলব উত্তরে ৬, মতলব দক্ষিণ ৩ জন, কচুয়ায় ১, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২জন। (প্রবাহ)

বার্তা কক্ষ, ১৫ মে ২০২০