চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে চতুর্থ দিনে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে চাঁদপুরের ৪টি সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সংগঠনগুলো হলো নৃত্যকথন, শিশু থিয়েটার, প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং উদীচি শিল্পগোষ্ঠী। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত শ্রোতারা মুগ্ধতা প্রকাশ করেন।
সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শোয়েব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রিয়তা অভিনেতা ও টিভি উপস্থাপক সফিউল আলম বাবু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফ চৌধুরী।
চাঁদপুর সাংস্কৃতিক উৎসব পরিচালনা পরিষদের মহাসচিব এবং স্বরলিপি নাট্য দলের সভাপতি এম আর ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন, উৎসব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা সভাপতি আ্যডভোকেট আবুল কালাম সরকার, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এবং শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী এবং নতুনকুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা আ্যডভোকেট নুরুল হক কমল।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৩ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur