Home / চাঁদপুর / চাঁদপুরে চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
চাঁদপুরে চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

চাঁদপুরে চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ০৩: ৩৫ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

চাঁদপুরে কর অঞ্চল কুমিল্লার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।

চাঁদপুর অঞ্চলের সহকারী কর কমিশনার এবিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন।

এ সময় বক্তারা বলেন, “আয়কর মেলা মানুষকে কর দিতে উৎসাহ যোগায়। নিজ উদ্যোগে কর দিলে এ ধরনের মেলার আয়োজন প্রয়োজন ছিলো না। কর প্রদান করলে রাষ্ট্রের মূল আয় বাড়ে। সরকারের দায়িত্ব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা। নাগরিকের দায়িত্বে কর প্রদান করে রাষ্ট্রীয় কর্মকান্ডকে সহযোগিতা করা।”

চাঁদপুরে ২০১৪ সালে কর আদায় হয়েছে ৪২ কোটি টাকা। আগামী বছর এ অঞ্চলকে ৫৩ কোটি টার্গেট দেয়া হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করদাতাদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে শহরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আয়কর অফিসের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫