স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুরে চাচাতো ভাই কর্তৃক এক কিশোরীকে ধর্ষণ। বর্তমানে ওই কিশোরীর গর্ভে তার ৫ মাসের সন্তান। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাঁদপুর শহরের পুরাণবাজার দাসপাড়া এলাকায় ওই কিশোরীকে সর্বনাশকারী লম্পটকে বাঁচানোর জন্যে এলাকায় একটি দালালচক্র কাজ করছে।
কিশোরীর পেটে বাচ্চা রয়েছে এ বিষয়টি জানাজানি হলে কিশোরীকে এলাকা থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদপুর ছেড়ে যেতে বলার পর সে ঢাকায় অবস্থান করে। ঢাকা মেডিকেল হাসপাতালে ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর কিশোরী ঘটনাটি ফাঁস করে দেয়।
জানা যায়, ওই কিশোরীটি হচ্ছে চাঁদপুর পুরাণবাজার দাসপাড়ার নূরিয়া স্কুল সংলগ্ন মজিব খানের দ্বিতীয় মেয়ে। আর তাকে ধর্ষণকারী তারই চাচাতো ভাই কালু খান।
জানা গেছে, তার চাচাতো ভাই তাকে ঘরে একা পেয়ে রাতের আঁধারে কালু খান তাকে ধর্ষণ করে। পরে তাকে বিয়ের কথা বলে দীর্ঘদিন তার সাথে এই অনৈতিক সম্পর্ক বজায় রাখে। এর মধ্যে ওই কিশোরীর গর্ভে ৫ মাসের সন্তান চলে এলে বিষয়টি কাউকে না জানানোর জন্যে কিশোরী ও তার পরিবারকে চাপ প্রয়োগ করে। তাকে কাজ না হলে তাকে হুমকি ধমকি দেয়।
আপডেট : বাংলাদেশ সময় : ০৪:৪১ অপরাহ্ন, ২১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ০৬ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur