চাঁদপুর

চাঁদপুরে চলতি বছরে ডাল মসলা ভুট্টা চাষে ৫৪ লক্ষ টাকা বরাদ্দ

চাঁদপুর জেলার সকল উপজেলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২০-২১ অর্থবছরে ডাল তৈল বীজ ও ভুট্টা, মসলা চাষের জন্য ৫৪ লক্ষ টাকা কৃষকদের মাঝে বিতরণের জন্যে বরাদ্দ রাখা হয়েছে।

চাঁদপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে । প্রাপ্ত তথ্যমতে, সোনালী ব্যাংক ১২ লাখ টাকা, অগ্রণী ব্যাংক ২ লাখ টাকা , জনতা ব্যাংক ৫ লাখ টাকা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৫ লাখ টাকা বরাদ্দ রেখেছে।

ডাল,তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষে ৪% সরল সুদে এ ঋণ বিতরণ করার নির্দেশ রয়েছে।

এছাড়াও চাঁদপুরে জেলায় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক শাখাগুলো ২০২০-’২১ অর্থবছরের ৩১২ কোটি ৪৭ লাখ ৬১ হাজার টাকা কৃষি ঋণ ও দারিদ্র বিমোচন খাতে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক সব চাঁদপুরস্থ ব্যাংকগুলোকে বরাদ্দ দিয়েছে।

বিশেষ করে স্বল্প সুদে ডাল জাতীয় ফসল,মসলা, তেলবীজ ও ভূট্টা উৎপাদনে ৪% সুদে ঔ ঋণ প্রদান করার সরকারি নিদের্শ রয়েছে ।

আবদুল গনি , ৫ সেপ্টম্বর ২০২০

Share