Sunday, May 10, 01:35:39 PM
স্টাফ করেসপন্ডেন্ট :
প্রথমআলো-গ্রামীণফোনের যৌথ আয়োজনে স্কুলে স্কুলে চলছে আইজেন প্রতিযোগিতা। এ ও বি ক্যাটাগরির স্কুল হিসেবে ৮ম, ৯ম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হচ্ছে। গঈছ পদ্ধতিতে ৩৫ মিনিটের একটি পরীক্ষার মাধ্যমে প্রতি স্কুল থেকে ১০জন করে মনোনীত করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইন্টানেটের স্মার্ট ব্যবহার নিয়ে স্লাইড শো প্রদর্শন করা হয়।
প্রথমআালোর প্রতিনিধি আলম পলাশ ও প্রথমআলো চাঁদপুর বন্ধুসভার সদস্যরা এই আই জেন কার্যক্রম পরিচালনা করছেন। অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষকে একটি ঘড়ি, পানির জার ও কিশোর আলো উপহার দেয়া হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত থাকছেন।
গত ২৫ এপ্রিল থেকে চাঁদপুরে ১৬টি “এ” ক্যাটাগরির ও ১৬টি “বি” ক্যাটাগরির স্কুলে আই জেন প্রতিযোগিতা চলছে। বৃহস্পতিবার চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও শনিবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬শতাধিক শিক্ষার্থীর মধ্যে আই জেন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর টাইমস- এএস/এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes