চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার সংলগ্ন খানেপুর এলাকায় অবৈধভাবে চর কেটে দখলের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খানেপুর চরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দুটি চরে দখলের উদ্দেশ্যে তিনটি ভেকু (এক্সকাভেটর) প্রস্তুত রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ভেকুগুলো বিকল করে দেওয়া হয় এবং চর কাটার প্রস্তুতির কাজে নিয়োজিত তিনজন শ্রমিককে আটক করা হয়।
আটককৃত শ্রমিকদের মধ্যে নহিদ শেখ ও আল-আমিনের নাম জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, খানেপুর এলাকার এই দুই চরে দীর্ঘদিন ধর মানুষ কৃষিকাজ করে আসছেন। কৃষিনির্ভর এসব চরে প্রতি মৌসুমে সরিষা, আলু, ধনিয়া, ধানসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ হয়ে থাকে। চরগুলো এলাকার মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস।
তাদের অভিযোগ, সম্প্রতি ইউনিয়নের চাঁন মিয়া ওরফে চান্দু চৌকিদার, নান্টু মাল ও ইউনুস মোল্লার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে এসব চর কেটে দখলের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরির পরিকল্পনা করে। এজন্য তারা পাবনা থেকে শ্রমিক এনে এবং তিনটি ভেকু ব্যবহার করে চর কাটার প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়। এতে করে চর রক্ষা পাওয়ার পাশাপাশি কৃষিজমি ও স্থানীয় বাসিন্দাদের স্বার্থ সংরক্ষিত হলো।
সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, সরকারি জমি ও চর দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম,
২৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur