চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকদের মাঝে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ৩য় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
ডিজিটাল বাংলাদেশ গঠনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসকদের ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগের সেরা জেলা প্রশাসকদের মধ্যে মোঃ আব্দুস সবুর মন্ডল ৩য় স্থান অধিকার করেন।
শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহের সভাপতিত্বে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সব জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাবলিক সার্ভিস ইউনিকেশনের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগে ১৯টি ক্যাটাগরি পুরস্কারের মধ্যে চাঁদপুর জেলা ২টি শ্রেষ্ঠত্ব পুরস্কার সহ উদ্ভাবনীয় মোট ১০টি পুরস্কার লাভ করেছেন।
চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার শ্রেষ্ঠত্ব এডিসি ও আইসিটি পুরস্কার লাভ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, ইউডিসি উদ্যোক্তার পুরস্কার লাভ করেন শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের তথ্য কেন্দ্রের আইনুন নাহার, এডিএম ক্যাটাগরিতে ২য় স্থান অধিকার করে আমির আব্দুল্যাহ মোঃ মনজুল করিম, চট্টগ্রাম বিভাগের মধ্যে এডিসি রাজস্ব ২য় স্থান অধিকার করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ, ফৌজাদারী মামলা নিষ্পত্তি ক্যাটাগড়িতে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ ২য় স্থান অধিকার করেন, ভূমি ক্যাটাগরিতে ২য় স্থান অধিকার করেন চৌধুরী আশ্রাফুল কবির, সহকারী কমিশনার (আইসিটি) ক্যাটাগরিতে ২য় স্থান অধিকার করেন কাজী মোঃ মহসীন উজ্জ্বল, উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়েব পোর্টাল ক্যাটাগড়িতে ৩য় স্থান অধিকার করেন সামিউল মাসুদ, চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল্লাহ নুরী ৩য় স্থান অধিকার করেন।
আনোয়ারুল হক
|| আপডেট: ০৯:২৭ পিএম,০১ নভেম্বর ২০১৫, রোববার
এমআরআর