Home / চাঁদপুর / চাঁদপুরে চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন সার্কেল
চাঁদপুরে চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন সার্কেল

চাঁদপুরে চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন সার্কেল

তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা বৃদ্ধির লক্ষে নতুন নতুন আইডিয়া উপস্থাপনের মাধ্যমে চাঁদপুরে চট্টগ্রাম বিভাগীয় ইনোবেশন সার্কেল বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ইনোভেশন সার্কেলের আয়োজন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগ ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

এতে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বি-বাড়িয়া ও চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও আইসিটি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন.এম. জিয়াউল আলম। সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।

জেলা ভিত্তিক ইনোভেশন সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, ফেনীর জেলা প্রশাসক আমিনুল আহসান, নোয়াখালীর জেলা প্রশাসক বদর মুনীর ফেরদৌস, কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক সামছুল আরেফীন, বি-বাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অনলাইনে নাগরিক সেবা, পর্যটন শিল্প, সমবায় সমিতি, ইলিশ, সামাজিক যোগাযোগের মাধ্যমে নাগরিক সমস্যা সমধানের বিষয়ে বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করেন এসব জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

বিভিন্ন বিষয়ে নতুন উদ্ভাবনী কার্যক্ররে স্বীকৃতি স্বরূপ বেশ ক’জন কর্মকর্তাকে প্রধান অতিথি সনদপত্র প্রদান করেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৬:৫০ পিএম, ২৩ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

চাঁদপুরে চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন সার্কেল

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply