চাঁদপুর

চাঁদপুরে ঘূর্ণন স্রােতে ট্রলারডুবিতে প্রাণে বাঁচলো ৭ জেলে

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ৭ জেলেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকা অতিক্রমকালে প্রচন্ড ঘূর্ণন ¯্রােতে জেলে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের সন্ধানে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে রাতে তাদের উদ্ধার করে।

চাঁদপুর নৌ-পুলিশের পরিদর্শক (ওসি) আবু তাহের জানায়, সোমবার রাত সাড়ে ৮টায় ভোলার মনপুরা এলাকা থেকে মাছ ধরে ৭ জেলে ট্রলারযোগে ফিরছিল। তাদের বহনকারী ট্রলারটি চাঁদপুরের মোলহেড এলাকা অতিক্রমকালে প্রবল ঘূর্ণি¯্রােতে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৫ জেলে নিখোঁজ ছিলো। পরে আমরা বাকিদের উদ্ধার করতে সক্ষম হই।

ওসি জানান, স্থানীয় জেলেদের সহায়তায় দুর্ঘটনা কবলিত ট্রলারের ৭ জেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম বা পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার শিকার জেলেদের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, 30 সেপ্টেম্বর ২০১৯

Share