চাঁদপুরে সহিংসতার ৭ মামলায় গ্রেপ্তার বেড়ে ৮১

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরে সহিংসতার ঘটনায় তিন থানায় ৭টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৮১জন আসামি গ্রেপ্তার হয়েছে।

২ জুলাই শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, গত ১৮ জুলাই চাঁদপুর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সহিংসতার ঘটনায় ৩ থানায় ৭টি মামলা হয়। এসব মামলায় আসামিকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় কোন গ্রেফতার নেই। চাঁদপুর জেলা এখন পুলিশের নিয়ন্ত্রণে। এই পর্যন্ত ৮১জন

এদিকে গত ১৮ জুলাই এরপর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচি পালিত হয়ে আসছিল। তবে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের ওপর কয়েক দফা হামলা করে ছাত্রলীগের কর্মীরা। ওই ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হয়। এরপর শুক্রবার শিক্ষার্থীরা জেলার কোথাও কর্মসূচি পালনে মাঠে নামেনি।

স্টাফ করেসপন্ডেট, ৩ আগস্ট ২০২৪

Share