ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবীতে জশনে জুলুছ উদযাপন

চাঁদপুর ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে। বুধবার(২১ নভেম্বর) সকালে উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী চরপাড়া আলিম মাদ্রাসা প্রাঙ্গন হতে নবী প্রেমি আশেকানের উপস্থিতে মোটর শোভাযাত্রাটি উপজেলা শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালির নেতৃত্বে প্রদান করেন গাউছিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সামজসেবক আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলাশাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূইয়া, জিএস তছলিম, চরপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাও. জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র খলিলুর রহমান, আছিমউদ্দিন মাষ্টার, মাও. শাহজালাল, মাও. জহিরুল ইসলাম, মজিবুল হক আনসারী, মাও. মোশারফ হোসেন, মাও. খোরশেদ আলম, জয়নালআবেদীন, আবুল হোসেন পাটওয়ারী, আব্দুল আজিজ, বিল্লালহোসেন প্রমুখ।

এদিকে আরবি বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, প্লেকার্ড,পেস্টুন ও পতাকা সহ বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা, মিলাদ-কিয়াম পাঠ, দোয়া ও তাবারক বিতরণ করা হয়।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ

Share