চাঁদপুর

চাঁদপুরে গ্রামীণ স্যানিটেশন উন্নয়ন প্রকল্প ঋণ কর্মকর্তাদের সভা

বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের (মিলিস) অধীন চাঁদপুর উদ্দীপন আঞ্চলিক অফিস এর আয়োজনে ঋণ কমকর্তাদের দিনব্যাপি অবহিত সভা শুক্রবার (১৮ নভেম্বর) চাঁদপুর মৎস্য গবেষণা ইনিটিস্টিউটে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর উদ্দীপন আঞ্চলিক অফিস এর ব্যবস্থাপক মোর্ত্তাজুল হকের সভাপতিত্বে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের প্রশিক্ষণ কর্মকর্তা সালমা নাছরিনের পরিচালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, উদ্দীপন এর সহকারী পরিচালক ডাঃ এস এম শহীদুল্লাহ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর প্রশিক্ষক প্রকৌশলী নাজমুল আলম।

অবহিতকরণ সভায় চাঁদপুরেরর ৩ উপজেলার (হাজিগঞ্জ,মতলব উত্তর ও মতলব দক্ষিণ ) ৩৮ জন ঋণ কর্মকর্তা অংশ নেন ।

সভায় জানানো হয় বিনা সুদে ঋণের মাধ্যমে চাঁদপুরের ৩টি উপজেলায় ৩৫০০ দরিদ্র পরিবারকে স্বাস্থ্যসম্মত নিরাপদ ল্যাট্রিন বিতরণ করা হবে । এ প্রকল্পের মেয়াদ ২০১৬ থেকে ২০১৮ জুন পর্যন্ত । এ প্রশিক্ষণে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ঋণ কমকর্তাদের সার্বিক প্রশিক্ষণ দিয়েছে ।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল রুশদী বলেন, ‘চাঁদপুর জেলায় শতভাগ স্যানিটেশন নিশ্চিত করতে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, গণমাধ্যম কাজ করছে । আশা করি উদ্দীপন চাঁদপুরে দরিদ্র পরিবারের মাঝে স্যানিটেশনের যে উদ্যোগ নিয়েছে তা সফল হবে। চাঁদপুরের সাংবাদিক সমাজ তাদের সাথে থাকবে। উদ্দীপনের কাছে আশা রাখবো চাঁদপুরের ৮ উপজেলায়ই যাতে এ প্রকল্পের আওতায় আনা হয় তার উদ্যোগ গ্রহন করবে। পাশাপাশি ভবিষতে শিক্ষা প্রতিষ্ঠানেও যাতে এ প্রকল্পের আওতায় স্যানিটেশন অর্ন্তভুক্ত করা যায় সে বিষয়টি বিবেচনা নেয়া হয় উদ্দীপনের কাছে এ অনুরোধ রাখবো ।

করেসপন্ডেন্ট: আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ১৯ নভেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share