Home / সারাদেশ / চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ৩ কোটি ৯৬ লাখ টাকা উচ্চশিক্ষা ঋণ বিতরণ

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ৩ কোটি ৯৬ লাখ টাকা উচ্চশিক্ষা ঋণ বিতরণ

শনিবার ০৬ জুন ২০১৫ :  ০৯:৪৪ অপরাহ্ন

আবদুল গনি :
চাঁদপুর জেলায় গ্রামীণ ব্যাংকের ৫৪টি শাখা গত মে পর্যন্ত ৫১৮ জনকে উচ্চ শিক্ষা ঋণ দিয়েছে। এতে বিতরণ করেছে ৩ কোটি ৯৬ লাখ ৭৪ হাজার টাকা।

নার্সিং শিক্ষায় ১৩ জন শিক্ষার্থীকে ৫০ লাখ ৬৮ হাজার টাকা ৫ বছরের জন্য শিক্ষা ঋণ হিসেবে বিতরণ করেছে।

এদিকে ৩ হাজার ৫ শ’ ৮৫ জন শিক্ষার্থীকে ৬৫ লাখ ৫৪ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে। গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জেলার ৫৪টি শাখার ১ লাখ ৪৩ হাজার ৯ শ’ ৪০ জন সদস্যর সন্তানদের ওই অর্থ উচ্চশিক্ষা, নার্সিং প্রশিক্ষণ গ্রহণ ও শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করেছে। এটি গ্রামীণ ব্যাংকের একটি চলমান প্রকল্প।

গ্রামীণ ব্যাংকের সদস্যের সন্তানরা যদি দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এমবিএ, এমএসএসসি অনার্স, মাস্টার্স, প্রকোশলী, চিকিৎসক, কম্পিউটার সাইন প্রভৃতি ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীর মা গ্রামীণ ব্যাংকের নিকট আবেদন করলে তা যাচাই বাচাইয়ের পর ওই ঋণ বরাদ্দ হয় বলে গ্রামীণ ব্যাংকের একজন প্রশাসনিক কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।

শিক্ষাজীবন শেষ করার পর চাকুরি জীবনে প্রবেশ করার সাথে সাথেই মাসিক কিস্তিতে ওই টাকা পরিশোধ করার নিয়ম রয়েছে।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।