চাঁদপুর শহরের বাবুরহাটে গ্যাসের লাইন বিস্ফোরণ একটি দোকান আগুণে ভস্মীভূত হয়েছে। ৮ মার্চ সোমবার বিকেলে বাবুরহাট পেন্নাই সড়কের মাল বাড়ির পাশে একটি মুদি দোকানের এই ঘটনা ঘটে। এ সময় গ্যাসের লাইনে আগুণ লেগে পুরো দোকানটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। তবে দমকলবাহিনীর আসার পূর্বেই আগুুনে পুরো দোকানটি ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানায়,বিকেলে মুদিন দোকানের নিচ দিয়ে যাওয়া গ্যাসের লাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আগুণের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় লোকজন বালু ফেলে ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কতক্ষণে এ সময় দোকানের ভিতরে থাকা দুটি ফ্রিজসহ মুদি মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
পরে খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা আরো জানান, অপরিকল্পিত ভাবে মুদি দোকানের নিচ দিয়ে গ্যাসের সংযোগ ফ্ল্যাট বাড়িতে নেয়া হয়েছে। দ্রুত নিভানোর কারণে অল্পের জন্য আশেপাশের বসত ঘরগুলো রক্ষা পায়।
এদিকে এই ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পেন্নাই সড়কে মাঝখানে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশেষে আগুন নিয়ন্ত্রনে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম,৮ ফেব্রুয়ারি ২০২১