চাঁদপুরে গ্যাসের অনুসন্ধান চালিয়েছে অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল করপোরেশন (পেট্রোবাংলা)। ২৪ নভেম্বর রোববার সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ডাকাতিয়া নদীর চরে গ্যাসের জন্য অনুসন্ধান করা হয়। এদিন পাশের অন্য একটি চরেও অনুসন্ধান শুরু করে তারা।
পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে গ্যাসের সন্ধান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে পেট্রোবাংলা ও বাপেক্স সারা দেশে গ্যাসের সন্ধান করে চলেছে।
পেট্রোবাংলা পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্লক ১০-এর অধীনে কুমিল্লার ৬ উপজেলাসহ নোয়াখালী ও চাঁদপুর জেলায়ও এর কার্যক্রম চলে আসছে বলে জানান পিআরও রফিকুল ইসলাম রফিক।
স্টাফ করেসপন্ডেট, ২৫ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur