চাঁদপুর শহরের পুরাণবাজারের একটি অটোবাইকের গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (২৮) নামে এক অটোবাইক চালক মারা গেছেন।
২৩ অক্টোবর,শুক্রবার সকাল ১১ টার সময় পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ ইউসুফ কোম্পানির মোড়ে জনৈক রুবেলের অটো গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা গেছে, মোবারক ওই গ্যারেজে নিজের গাড়িটি রাখতেন। চার্জ দেওয়া শেষে ফ্ল্যাগ খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। নিহত মোবারকের বাড়ি ওই এলাকায়।
এদিকে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে থানায় নিয়ে যায়।
করেসপন্ডেট,২৪ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur