চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৮ বোতল হুইস্কি ও ৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১০টায় গোয়েন্দা পুলিশের এস আই সিরাজুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার ঘোসেরহাট এলাকায় বোগদাদ বাস তল্লাশী চালিয়ে সুর্বত মজুমদার, চরবসন্ত নামের ২ যুবককে ৮ বোতল হুইস্কিসহ আটক করে। আটক দুজনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার কাঁচিয়ারারা গ্রামে
এদিকে অপর একটি রোববার দুপুর সাড়ে ১২টায় গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা অঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট বসিয়ে মজিবুর খাঁ (৫৫) নামের একজনকে ৩ কেজি গাঁজাসহ আটক করে। আটকৃতদর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দিয়ে রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
। আপডেট ০১:৪৪ এএম ১8 অক্টোবর, ২০১৫ সোমবার
ডিএইচ
আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur